কলকাতার আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের অবস্থা আশঙ্কাজনক || সময়ের আলোচিত ঘটনাবলি - ০৫

বৃহস্পতিবার রাতে কলকাতায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল সোহম মল্লিক নামের এক সাংবদিকের। আহত হয়েছেন আরও এক সাংবাদিক নাম ময়ূখ রঞ্জন ঘোষ। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি আছেন তিনি। মাথায় গুরুতর চোট লেগেছে।

রাত তিনটে নাগাদ ফিরছিলেন ময়ূখ এবং সোহম যাদবপুরের দিক থেকে বাইকে করে আসছিলেন। প্রিন্স আনোয়ার শাহ রোডে লর্ডসের মোড়ের কাছে একটি বাম্পার টপকানোর সময় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সোহম। সামনের একটি গাছে ধাক্কা মারে বাইকটি। রাস্তায় পড়ে যান দু'জনেই।

বিষয়টি নজরে আসতেই একটি ফুড ডেলিভারি অ্যাপের কর্মীরা তাঁদের হাসপাতালে নিয়ে যান। সেখানে সোহমকে মৃত বলে বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত অবস্থায় এসএসকেএমের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভরতি আছেন ময়ূখ রঞ্জন। তাঁর মাথায় চোট লেগেছে। চিকিৎসকদের আশঙ্কা, ময়ূখ রঞ্জনের একটি চোখ নষ্ট হয়ে যেতে পারে। দুর্ঘটনার পর ময়ূখ জানিয়েছেন, বাইকের চাকা পিছলে গিয়ে একটি গাছে ধাক্কা লাগে। তারপর তাঁর আর কিছু মনে নেই।

নিজের লেখনী ও উপস্থাপনার কারণে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত পরিচিত ময়ূখ রঞ্জন। যে কোনও বিষয়ে তাঁর লেখনী ফেসবুকের দেওয়ালে-দেওয়ালে ছড়িয়ে পড়ত।

 

পূর্বের পোষ্ট: মাংসখেকো ব্যাকটেরিয়ার আগমন জাপানে, মানুষের মৃত্যু ঘটায় মাত্র ৪৮ ঘন্টার মধ্যে

পরবর্তী পোষ্ট: অভিশপ্ত ভূতুড়ে সেই দুর্গ || ভূতের গল্প - ১৪
 

সময়ের আলোচিত ঘটনাবলি’ ক্যাটাগরির জনপ্রিয় পোষ্টসমূহ

  ◉ সাদিক এগ্রো ও পুলিশের দূর্নীতিবাজ সাবেক কর্মকর্তা বেনজিরের সম্পর্ক

  ◉ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে ঢাকা-বেইজিং এর মধ্যে যে ৭ ঘোষণাপত্র ও ২১ সমঝোতা স্বাক্ষর সম্পন্ন হল 

  ◉ বাংলাদেশের সাথে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি চাকুরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার পার্থক্য


➽ সর্বশেষ আপলোডকৃত পোষ্টসমূহ

➽ Golpo24.com

إرسال تعليق (0)
أحدث أقدم