ফেরিওয়ালা || ঈশপের গল্প ২৩

 

সারমর্ম: মুর্তি বিক্রেতার গল্প। মোট-১ পৃষ্ঠা


এক ছুতোর দেবতা হারমেসের একটি কাঠের মুর্তি বানিয়েছিল। একদিন সে মুর্তিটি বিক্রি করার জন্য মাঠে নিয়ে এল। কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরও কোন খদ্দের তার কাছে এল না।

ছুতোর তখন চিৎকার করে বলতে লাগল আমি এক আশ্চর্য মুর্তি বিক্রি করতে এসেছি। এ মুর্তি যে কিনছে, সে দেবতার আশীর্বাদে অনেক ধন-দৌলতের মালিক হবে।

বারবার চিৎকার করে ছুতোর একই কথা বলতে লাগল। এমন সময় একজন এসে ছুতোরকে জিজ্ঞেস করল, ওহে, তোমার কথা কি সত্য? মুর্তিটা কিনলে বড়লোক হওয়া যাবে?

ছুতোর বলল, সত্যি কি মিথ্যা মুর্তিটা কিনে বাড়ি নিয়ে গেলেই বুঝতে পারবেন। দেবতা হরমেসের এ এক আশ্চর্য মুর্তি।

সেই লোক তখন বলল, যদি তাই হয়, তুমি এটিকে কাছে না রেখে বিক্রি করতে নিয়ে এলে কেন?

ছুতোর উত্তর করল, আমার যে টাকার প্রয়োজন এখনই। কিন্তু মুর্তিটা কাছে রাখলে সেই টাকা পেতে অনেক সময় লাগবে।


নীতিকথা: কিছু লাভের আশায় যে কোনও অন্যায় কাজের ঝুঁকি নিতেও দুর্জন লোকের বাধে না।


***** সমাপ্ত *****

إرسال تعليق (0)
أحدث أقدم