হলদে ঝুঁটির মোরগটি (রাশিয়ার লোককাহিনী) || লোককাহিনী - ৮

 

সারমর্ম: মোরগছানার বন্ধুরা শেয়ালের হাত থেকে সুরক্ষিত থাকার জন্য মোরগছানাকে উপদেশ দিয়েছিল। মোরগছানা কি বন্ধুদের উপদেশ শুনেছিল নাকি আবার বাহদুরি করে শেয়ালের হাতে ধরা পড়েছিল, সেই কাহিনীই শুনবো এই গল্পে। মোট-২ পৃষ্ঠা


আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া। দেশটির রয়েছে নানা বিচিত্র লোককাহিনী। রাশিয়ার লোককাহিনীতে ভালুক সর্বদাই মাথামোটা, খরগোশ ভীরু আর শেয়াল একটি ধুর্ত প্রাণী। তাদেরই একটি গল্প শুনবো এবার।

 এক বনের ধারে ছোট্ট কুটিরে বেড়াল, মোরগ ছানা আর পাখি মিলেমিশে থাকত। একদিন বেড়াল আর পাখি বনে শিকার ধরতে যাবে, তাই তারা মোরগ ছানাকে বলল, খবরদার! শেয়াল এলে দরজা খুলবি না, উঁকিও দিবিনা জানালা দিয়ে।

এদিকে বনে শিকার ধরতে চলে গেল বেড়াল আর পাখি। একটুপর শেয়াল চুপি চুপি এসে গান ধরল, হলদে-ঝুঁটি মোরগটি

চিকন পানা গা,

জানালা দিয়ে মুখ বাড়িয়ে

মটর দানা খা।

গান শুনে মটর দানা খাবার সাধ হল মোরগ ছানার। বেড়াল আর পাখি নির্দেশ ভুলে গিয়ে মোরগ ছানা জানালা খুলল। শেয়ালও অমনি তাকে ধরে নিয়ে যেতে লাগল নিজের গর্তে।

মোরগ ছানা চিৎকার করে বলে-

ধরে মোরে শিয়ালে

ঘনবনের আড়ালে

খরনদীর ওপারে

উঁচু উঁচু পাহাড়ে...

মোরগ ছানার চিৎকার শুনে বেড়াল আর পাখি ছুটে এসে শেয়ালের কবল থেকে উদ্ধার করল তাকে। এবারের মত বেঁচে গেল মোরগ ছানা।

কিছুদিন পর আবারও বেড়াল আর পাখি বনে যাওয়ার সিদ্ধান্ত নিল, এবারও তারা মোরগছানাকে বলল, এবার যাব অনেক দূরে,

জানালা দিয়ে মুখ বারাস না,

তোর ডাক কানে আসবে না।

ওরা যেতেই শেয়াল হাজির। সে চুপি চুপি জানালার কাছে এসে গান ধরল,

হলদে ঝুঁটি মোরগটি চিকনপানা গা,

জানালা দিয়ে মুখ বাড়িয়ে মটর দানা খা,

মোরগছানা কিন্তু চুপ করে থাকে।

চতুর শেয়াল তখন অন্য গান জুড়ল,

গমের দানা ছড়িয়ে, ছেলেরা গেছে সব পালিয়ে,

মুরগিরা খায় ঠুকরে, দেয় না মোরগছানারে।

জানালা খুলে মোরগছানা বলল, দেবে না মানে? শেয়ালও অমনি তাকে ধরে নিয়ে গেল গর্তে। খুব ভয় পেল মোরগ ছানা। সে চিৎকার করে উঠল-

ধরেছে মোরে শেয়ালে,

ঘন বনের আড়ালে,

খরনদীর ওপারে,

উঁচু উঁচু পাহাড়ে...

এবারেও তার ডাক কানে গেল বেড়াল আর পাখির। তারা ছুটে গিয়ে শেয়ালের কাছ থেকে মোরগছানাকে ছিনিয়ে আনলো।

কয়েকদিন পরে আবারও বেড়াল আর পাখির বনে যাওয়ার সময় ঘনিয়ে এল। তারা মোরগছানাকে বলল, এবার যাব অনেক দূরে, তোর ডাক কানে আসবে না, জানালা খুলিস না। এই বলে তারা চলে গেল।

শেয়াল আবার জানালার কাছে এসে গান ধরল,

লোকে সব পালিয়ে গেছে ছড়িয়ে গমের দানারে,

মুরগিরা তা ঠুকরে খায়, দেয় না মোরগ ছানারে।

এটা শুনে ভারি অভিমান হল মোরগছানার। সে জানালা খুলে বলল, দেয়না মানে?

ফের তাকে ধরে নিয়ে গেল শেয়াল।


পৃষ্ঠা ১



বেড়াল আর পাখি এবার আর মোরগ ছানার ডাক শুনতে পেল না। তারা ঘরে ফিরে দেখল মোরগছানা নেই। বন্ধুকে উদ্ধার করতে তারা ছুটে গেল বনে।

বাজনা নিয়ে গান ধরল বেড়াল

টুং-টাং-টুং-টাং গায়

সোনার তার দোতরায়

শেয়াল ভায়া আছে কি ঘরে

গুটিসুটি তার কুটরে?

গান শুনে গর্ত থেকে বেরিয়ে এল শেয়াল। বিড়াল আর পাখি তাকে আচ্ছা করে ঠোকরালো।

অবশেষে তারা মোরগছানাকে উদ্ধার করে আনল। মোরগছানা তারপর থেকে আর কখনো সেই ভুল করেনি।

            

***** সমাপ্ত ***** 

إرسال تعليق (0)
أحدث أقدم