মোরগ ও শিয়াল || ঈশপের গল্প ১৮

 

সারমর্ম: এক চালাক শেয়াল গাছের উপরে থাকা একটি মোরগকে খাওয়ার জন্য ফন্দি আটলো, এরপর যা হল। মোট-১ পৃষ্ঠা


এক মোরগ গাছের ডালে বসে মনের সুখে গান করছিল। তার গলার স্বর শুনে এক শেয়ালের খুব লোভ হল। মুখ তুলে মোরগের দিকে তাকিয়ে মিষ্টি ও মোলায়েম গলায় বলল, সুপ্রভাত মোরগ ভায়া, সুখবরটা শুনতে পেয়েছ তো?

মোরগ বলল, কিসের সুখবর ভাই?

অবাক হবার ভান করে শেয়াল বলল, সেকী খবরটা তুমি এখনও পাওনি! বনের পশুরা সভা করে শপথ নিয়েছে তারা আর কাউকে হিংসা করবে না। নেকড়ে আর ভেড়ার ছানা খাবে না। আমরাও ছাগল ছানা ছোঁব না। কী আনন্দের কথা বলো তো! পশু-পাখি সকলেই সকলের বন্ধু।

শুনে মোরগ কি চিন্তা করল। তারপর বলল, এ তো খুব ভাল সংবাদ শেয়াল ভাই। খুব ভাল সংবাদ।

শেয়াল বলল, এখন থেকে পাখিরাও হল পশুদের চিরকালের বন্ধু। এমন আনন্দের দিনে এসো দুজনে কোলাকুলি করি।

মোরগ বুঝতে পারল শেয়ালের মতলব ভাল নয়। সে তার কথার কোন জবাব না দিয়ে কেবল ঘাড় উঁচু করে বারবার গ্রামের দিকে তাকাতে লাগল।

শেয়াল বলল, ওভাবে ঘাড় উঁচিয়ে কী দেখছো ভায়া?

মোরগ বলল, না এমন কিছু না। গ্রামের একদল শিকারী কুকুর এদিকেই ছুটে আসছে, তাই দেখছি।

ওরাও নিশ্চয় সুখবরটা দেবার জন্যই তোমাকে খুঁজতে আসছে।

এ কথা শুনে শেয়াল আর সেখানে দাঁড়াতে ভরসা পেল না। সে তাড়াতাড়ি বলল, আজ উঠি ভাই, একটা দরকারি কাজের কথা হঠাৎ মনে পড়ে গেল। আর একদিন এসে কথা বলব।

মোরগ বলে উঠল, ও কী শেয়াল ভায়া, কুকুরদের নাম শুনে ভয় পেলে মনে হচ্ছে! ওরা তোমাকে কিচ্ছুটি বলবে না। ওরাও নিশ্চয় তোমার মত হিংসা ছেড়ে দিয়েছে।

শেয়াল বলল, না ভাই কোঁকর-কোঁ, কুকুরদের বিশ্বাস নেই। তাছাড়া পশুদের এ প্রতিজ্ঞার কথা কুকুররা হয়তো এখনও জানতেই পায়নি।

বলে শেয়াল আর সেখানে দাঁড়াল না। দৌড়ে ঝোপের ভেতরে ঢুকে পড়ল।

শেয়াল পালিয়ে যেতে মোরগ আবার মনের সুখে গান ধরল, কোঁ-কোঁ-কোঁ-

 

নীতিকথা: দুষ্টের ছলনায় ভুলতে নেই।


***** সমাপ্ত *****

إرسال تعليق (0)
أحدث أقدم