বানরের মাছ ধরা || ঈশপের গল্প ৮

 

সারমর্ম: এর বানর গিয়েছিল মানুষের মত জাল দিয়ে মাছ ধরতে। এরপর তার যে অবস্থা হল। মোট-১ পৃষ্ঠা


এক নদীতে কয়েকজন জেলে জাল দিয়ে মাছ ধরছিল। কাছেই এক বানর গাছের ডালে বসেছিল। সেখান থেকে সে জেলেদের মাছ ধরার কায়দা-কৌশল এক মনে দেখতে লাগল।

দুপুর নাগাদ জেলেদের মাছ ধরা শেষ হল। জেলেরা তখন গাছতলায় জালগুলো শুকোতে দিয়ে খানিকটা দূরে গিয়ে বিশ্রাম করছিল।

গাছতলায় বসে দেখা সেই বানরটির নাগালের মধ্যেই ছিল জালগুলো। দেখতে পেয়ে তারও একবার মাছ ধরার ইচ্ছে হল। সে তখন টুপ করে লাফিয়ে নিচে নেমে এল। তারপর একটি জাল টেনে নিয়ে জেলেদের মত হাতে তুলবার চেষ্টা করতে লাগল।

আগোছালোভাবে জাল নাড়াচড়া করায় জালটা গেল তালগোল পাকিয়ে। আর সেই তালগোলের মধ্যে বানরের হাত পা গেল জড়িয়ে।

জালের ঘেরে আটকে পড়ে বানর তো কেবলই ছটফট করতে লাগল। ছুটে যে পালাবে সে উপায় আর রইল না।

এদিকে দূর থেকে বানরের কান্ড দেখে জেলেরা চিৎকার করে উঠল, ওরে দেখ, দুষ্ট বাঁদরটা জাল ছিড়ে তছনচ করছে।

হৈ হৈ করে তেড়ে এল জেলেরা। তখন তাদের হাতের বেধড়ক লাঠির পিটুনি খেয়ে আধমরা হল বানর। কোনও রকমে সে প্রাণটা নিয়ে পালাতে পেরেছিল।


নীতিকথা: যার যেই কাজ- তা না হলেই বিপত্তি।
          

***** সমাপ্ত *****

إرسال تعليق (0)
أحدث أقدم