বোকা দাঁড়কাক || ঈশপের গল্প ৬

 

সারমর্ম: গাছপাকা ডুমুর ফল খাওয়ার জন্য এক দাঁড়কাকের হাস্যকর চেষ্টা। মোট-১ পৃষ্ঠা


একদিন এক ক্ষুধার্ত দাঁড়কাক খাবার খুঁজে ফিরছিল। অনেক খোঁজাখুঁজির পরও সে তেমন কোন খাবার সংগ্রহ করতে পারল না। কোথাও তেমন কিছু না পেয়ে ক্লান্ত হয়ে সে একটা ডুমুরগাছে এসে বসল। সে দেখল, গাছে প্রচুর ডুমুর ফল আছে।

ফলগুলো দেখে খুশি হয়ে দাঁড়কাক ভাবল, আঃ কত ফল! খেতেও নিশ্চয়ই সুস্বাদু। ভালই হল, পেট ভরে ডুমুর খাওয়া যাবে।

এই ভেবে সে একটা ডুমুর ছিঁড়ে খেতে গিয়ে দেখল তখনও ভালভাবে ফলগুলো পাকেনি। আর একটু নরম না হলে খাওয়া যাবে না।

দাঁড়কাক ভাবল কিছুক্ষণ অপেক্ষা করলেই হয়তো ফলগুলো পাকবে। এই মনে করে ফল পাকার আশায় সে ডুমুরগাছেই চোখ বুজে বসে রইল। আর কোথাও খাবারের খোঁজে গেল না।

সেই সময় গাছের নিচ দিয়ে যাচ্ছিল এক শেয়াল। দাঁড়কাককে গাছের ওপর চোখ বুজে বসে থাকতে দেখে শেয়ালের কেমন সন্দেহ হল। সে কাককে ডেকে বলল, বলি ও ভাই দাঁড়কাক, তুমি ওখানে অমন চুপচাপ বসে কি করছ? ব্যাপার কি?

দাঁড়কাক বলল, ভাই, ডুমুর ফল খাবার আশায় বসে রয়েছি। একটু পরেই ডুমুরগুলো পাকবে, তখন পেট ভরে খাব।

দাঁড়কাকের কথা শুনে শেয়াল হেসে বলল, তুমি দেখছি খুবই চতুর! গাছের ডুমুর পাকবে, সেই পাকা ডুমুর খেয়ে তুমি খিদে মেটাবে, এ আশায় তুমি এখন থেকেই বসে রয়েছ। বলি ভায়া তোমার এ আশা কি পূরণ হবে?


নীতিকথা: ভবিষ্যতে সুখের আশা করে যারা বর্তমানে নিষ্কর্মা হয়ে বসে থাকে শেষ পর্যন্ত তাদের নিরাশই হতে হয়।

          

***** সমাপ্ত *****

إرسال تعليق (0)
أحدث أقدم