দাঁড় কাকের ময়ূর সাজা || ঈশপের গল্প ১০

 

সারমর্ম: ময়ূরের মত সাজতে গিয়ে দাঁড়কাকের যা হাল হল। মোট-১ পৃষ্ঠা


বনের ময়ূরদের পেখম মেলে ঘুরে বেড়াতে দেখে এক দাঁড়কাকের বড় সাধ হল সে-ও ময়ূর হবে। কিন্তু ময়ূর হতে গেলে তো ময়ূরের মত রংবাহারি পাখনা চাই। তাই সে ময়ূরের পাখনা খুঁজতে বনে ঢুকল।

এক জায়গায় পড়েছিল ময়ূরের অনেক পাখনা। দেখতে পেয়ে দাঁড়কাক সেগুলো এনে এক এক করে নিজের ডানায় বসিয়ে নিল। তারপর ঘুরিয়ে ফিরিয়ে নিজের রূপ দেখে নিজেই মুগ্ধ হয়ে গেল। অবিকল ময়ূরের মতই দেখতে হয়েছে তাকে। তবে আকারটা কিনা অনেকটা ছোট।

ময়ূরের সাজ পড়ে দাঁড়কাক এবার তার জাতভাইদের আস্তানায় গেল। সেখানে সে সকলকে ডেকে বলতে লাগল, ছ্যা, ছ্যা, কী কুসিৎ তোরা দেখতে। তোদের সঙ্গে থাকা আমার মানায় না। আমি ময়ূরদের সঙ্গেই এখন থেকে থাকব। এমনি করে জাতভাইদের নিন্দামন্দ করে দাঁড়কাক উড়ে গিয়ে ময়ূরদের দলে ভিড়ল। নিজেকে ময়ূর ভেবে সে তাদের সঙ্গে বুক ফুলিয়ে হাঁটতে লাগল। ময়ূরেরা কিন্তু দাঁড়কাককে চিনতে ভুল করলো না। তারা সবাই মিলে তাকে ঘিরে ধরল।

তারপর এক এক করে ময়ূরের সমস্ত পাখনা তার গা থেকে খুলে নিয়ে ঠোকরাতে আরম্ভ করল।

তখন যন্ত্রনায় দাঁড়কাক চিৎকার করতে করতে কোনরকমে সেখান থেকে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচাল।

ময়ূরদের মধ্যে ঠাঁই না পেয়ে দাঁড়কাক আবার তার জাতভাইদের মধ্যেই ফিরে গেল। কিন্তু তারা তার অহংকার ও নিন্দামন্দের কথা ভোলেনি। তাই তারা তাকে নানারকম উপহাস করে দল থেকে তাড়িয়ে দিল।


নীতিকথা: নকল সাজের চেয়ে সৃষ্টিকর্তার দেয়া বেশভূষাই শ্রেয়।


***** সমাপ্ত *****

إرسال تعليق (0)
أحدث أقدم