ঘন্টা বাধবে কে || ঈশপের গল্প ১

সারমর্ম: এক বিড়ালকে জব্দ করার জন্য ঈঁদুরদের পরিকল্পনা এবং শেষে যা ফলাফল হল। মোট-১ পৃষ্ঠা


এক গুদাম ঘরে একদল ইঁদুর আস্তানা গেড়েছিল। সেখানে তাদের খাবারের অভাব ছিল না। তাই পরম সুখে আর নিশ্চিন্তে তাদের দিন কাটছিল।

একবার এ সুখী ইঁদুরেরা পড়ল মহাবিপদে। কোথেকে একটা বিড়াল এসে আস্তানা গাড়ল সেই গুদামে।

বিড়ালের উৎপাতে ইঁদুরেরা কেউ আগের মত ঘোরাফেরা করতে পারে না। সে এমনি ধুরন্ধর বিড়াল যে তার চলাফেরায় একটুও শব্দ হয় না। তাই ইঁদুরেরা একটু অসাবধান হলেই বিড়ালের মুখে মরতে হয়।

এ উটকো বিড়ালের উৎপাতে ইঁদুরদের আর সুখ-শান্তি বলে কিছু রইল না। সারাক্ষণ তাদের ভয়ে ভয়ে থাকতে হয়।

একদিন ইঁদুরেরা সকলে মিলে এক সভা আহবান করল। বিড়ালের উৎপাত কি করে বন্ধ করা যায় তাই নিয়ে আলোচনা চলতে লাগল।

অনেক রকম পরামর্শ হল সভায়। অনেকেই অনেক বুদ্ধি-কৌশলের কথা বলল। কিন্তু সকলে একত্রিত হয়েও কোন উপায় ঠিক করতে পারছিল না।

সকলেরই কথা বলা যখন শেষ হল তখন কিছু বলার জন্য কম বয়সী এক ইঁদুর উঠে দাঁড়াল। তাকে সকলে দলের মধ্যে সবচাইতে বুদ্ধিমান বলেই মনে করত।

সে সকলকে উদ্দেশ্য করে বলল, ভাইসব, আমার মনে হচ্ছে, সামান্য বুদ্ধির অভাবে একটা অতি সাধারণ ব্যাপারকে আমরা অতি কঠিন করে ফেলেছি। আমি বুঝতে পারছি বিড়ালের গলায় একটা ঘন্টা বেঁধে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। বিড়াল নড়াচড়া করলেই ঘন্টার শব্দ হবে। আর সেই শব্দ শুনে আমরা সাবধান হয়ে যেতে পারব। বিড়াল আর আমাদের কোন ক্ষতি করতে পারবে না।

বুদ্ধিমান ইঁদুরের কথাটা দলের সকলেরই পছন্দ হল। তারা একসঙ্গে চেঁচিয়ে বলতে লাগল, বিড়ালকে জব্দ করার একটা মোক্ষম বুদ্ধি। বিড়ালের গলায় একটা ঘন্টা বেঁধে দিতে হবে। আমরা তাই করব।  

তক্ষুণি কয়েকটা ইঁদুর গিয়ে একটা ঘন্টা আর খানিকটা দড়ি নিয়ে এল। তারপর ঘন্টা কিভাবে বাঁধলে সুবিধা হবে তা নিয়ে শুরু হল শলা পরামর্শ।

বিড়ালের উৎপাত বন্ধ করতে পারবে ভেবে ইঁদুরেরা যখন খুশিতে কোলাহল করছে, তখন এক বৃদ্ধ ইঁদুর বলে উঠল, ভাইসব, বিড়ালের গলায় ঘন্টা বেঁধে দিতে পারলে যে আমাদের ভয় দূর হবে, তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু কথাটা হল, আমাদের মঝে এমন কে সাহসী আছে যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে যাবে?

বৃদ্ধ ইঁদুরের কথা শুনে মুহূর্তে সকল ইঁদুরের আনন্দ-কোলাহল থেমে গেল। কোন ইঁদুরের মুখেই আর কথা সরে না। দড়ি ঘন্টা সবই মেঝেতে পড়েই রইল।

নীতিকথা: কাজের কথা বলা যতটা সহজ, কাজটা করা ততটা সহজ হয় না।

            

***** সমাপ্ত *****

إرسال تعليق (0)
أحدث أقدم