সারমর্ম: ভারতের রাজস্থানের বেনগার দুর্গের নির্মম রহস্যময় ঘটনার পেছনের করুন কাহিনী। মোট- ১ পৃষ্ঠা
শুধু বাড়ি কিংবা কবরস্থান যে ভূতুড়ে হয়, তা নয়। দুর্গও হতে পারে ভূতুড়ে।
ভারতে রয়েছে তেমনই এক দুর্গ। আর এ দুর্গের ভূতুড়ে হওয়ার পেছনে রয়েছে করুণ ইতিহাস।
ভারতের রাজস্থানের বেনগার দুর্গকে রীতিমতো সরকারিভাবে ভূতুড়ে বলে ঘোষণা
দেওয়া হয়েছে। পৌরাণিক মতাদর্শানুযায়ী, রাণী রত্নাবালী এবং রাজা সিংশ্রিয়ার মধ্যে এক
তুমুল তান্ত্রিক যুদ্ধ সংঘটিত হয়েছিল এখানে এবং রাজা সে যুদ্ধে পরাজয় বহনপূর্বক মৃত্যুবরণ
করেন। কিন্তু তিনি মৃত্যুর আগে অভিশাপ দিয়ে যান, যে ব্যক্তি সূর্যোদয় হওয়ার আগে এবং
সূর্য অস্ত যাওয়ার পরে এখানে অবস্থান করবে তার মৃত্যু হবে। আর এ অভিশাপে বহু মানষেরই
করুণ পরিণতি ভোগ করতে হয়েছে, যার কোন সঠিক পরিসংখ্যান নেই।
জানা যায়, সম্প্রতি আর্কিওলোজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া স্থানটিকে ‘হন্টেড’ বা ভূতুড়ে ঘোষণা করেছে।
দুর্গটির রহস্যময় এ বিষয়গুলো বহু মানুষেরই আতংকের কারণ হয়ে উঠেছে। ফলে পারতপক্ষে মানুষ এ দুর্গে যায় না বা গেলেও বেশিক্ষণ অবস্থান করে না।
***** সমাপ্ত *****
পূর্বের পোষ্ট: কলকাতার আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের অবস্থা আশঙ্কাজনক || সময়ের আলোচিত ঘটনাবলি - ০৫
পরবর্তী পোষ্ট:
‘ভূতের গল্প’ ক্যাটাগরির জনপ্রিয় গল্পসমূহ