অস্ট্রেলিয়ার সেই ভূতুড়ে কবর || ভূতের গল্প - ১৩

 

সারমর্ম: উন্নত দেশ অষ্ট্রেলিয়ার এক কবরস্থানের একটি অলৌকিক কবরের গল্প। মোট- ১ পৃষ্ঠা


ভূতুড়ে নানা ধরণের কর্মকাণ্ড যে বিশ্বের সব স্থানেই ঘটে, তার একটি প্রমাণ হলো অস্ট্রেলিয়ার কবরস্থান। সে কবরস্থানের এ ঘটনা নিয়ে অনেকেই আতঙ্কিত হন। যদিও এর কোন ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি।

মেলবোর্নে খ্রিস্টানদের একটা পুরনো কবরস্থান আছে। সে কবরস্থানেই ঘটে এ অদ্ভুত ঘটনাটি। আর এ ঘটনা দেখে বহু মানুষই আতংকে সে স্থানে আর যাতায়াত করেন না।

পুরনো সেই কবরস্থানটির পাশ দিয়ে যাওয়ার সময় কেউ বেখেয়ালে ভেতরের দিকে তাকালে শুধু একটি নির্দিষ্ট কবরফলক দেখতে পায়। সেই কবরটা হলো এমা ফ্লরেন্স নামক এক মহিলার। আজব ব্যাপার হলো, দ্বিতীয়বার কেউ যখন ভালো করে সেই কবরস্থানের ভেতরে তাকায় তখন সে হাজার খুঁজেও সেই এমা ফ্লরেন্সের কবরটি দেখতে পায় না।

এই ব্যাপারটি মেলর্বোনের বহুলোকের বেলায় ঘটেছে। আর এ কারণে তা যে নির্দিষ্ট কোন ব্যক্তির ভ্রম, তা বিশ্বাস করার কারণ নেই।

ফলে বিষয়টি ভূতুড়ে কর্মকাণ্ড হিসেবেই মেনে নিতে হয়েছে সবাইকে।

            

***** সমাপ্ত *****
 

পূর্বের পোষ্ট: নোয়াখালীর সেই বাংলো || ভুতের গল্প - ১২

পরের পোষ্ট:
 

ভূতের গল্প ক্যাটাগরির জনপ্রিয় গল্পসমূহ

  ◉ মাথাহীন লাশ

  ◉ গোরস্তানের ভূত

  ◉ আষাঢ় মাসের শ্মশান ঘাট

  ◉ রাজপ্রাসাদের সেই মুণ্ডুহীন ভূত

  ◉ রহস্যময় এক ভৌতিক অরণ্য


➽ সর্বশেষ আপলোডকৃত পোষ্টসমূহ

➽ Golpo24.com

Post a Comment (0)
Previous Post Next Post