সারমর্ম: ছাগলছানা যেভাবে নেকড়েকে অপমান করলো। মোট-১ পৃষ্ঠা
একদিন পথের পাশে এক বাড়ির ছাদে একটি ছাগলছানা দাঁড়িয়েছিল।
এমন সময় দেখতে পেল নিচের রাস্তায় একটা নেকড়ে। অমনি সে চিৎকার করে ডেকে বলে উঠল, কীরে
নেকড়ে, কার খোয়াড়ে চুরির মতলব করছিস? পরের জিনিস চুরি করার স্বভাবটা আর গেল না তোদের।
এমন অভদ্র প্রাণী যে কেন বেঁচে থাকে বুঝি না।
ছাগলছানার গালাগাল শুনে নেকড়ে পথের ওপর থমকে দাঁড়িয়ে
পড়ল।
তাই দেখে ছাগলছানা ফের গলা চড়িয়ে বলতে লাগল, এই ব্যাটা
চোর, অমন করে দাঁড়িয়ে কি দেখছিস? বলি তোদের কি ভদ্র হতে ইচ্ছে করে না? জঙ্গলে অত ঘাস
লতাপাতা, চুরির মতলব ছেড়ে সেসব তো খেতে পারিস।
ছাগলছানার আস্ফালন শুনে নেকড়ে এবারে হেসে উঠে বলল,
ওরে পুঁচকে ছাগল, মনে করিস না তোকে আমি খুব বাহাদুর ভাবছি। আমার নাগালের বাইরে বাড়ির
ছাদে আছিস বলেই আমাকে মন্দ কথা বলার সাহস পাচ্ছিস।
নীতিকথা: উচ্চ পদ পেলে দুর্বল মানুষও সবলকে উপেক্ষা করে।
***** সমাপ্ত *****