সম্প্রতি
রাসেলস ভাইপার নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যেই কৌতহল জেগেছে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী
প্রাণী নিয়ে। আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী প্রাণী কোনটি। বলা হচ্ছে মানুষের
মৃত্যুর জন্য সবচেয়ে বেশি দায়ী যে প্রাণীটি তা আপনার ঘরেই বাস করে অবলিলায়। আর মানুষের
জন্য প্রাণঘাতী প্রাণীর তালিকার শীর্ষে থাকা প্রাণীদের মধ্যে রয়েছে খোদ মানুষ নিজেই।
কি চমকে উঠছেন। তাহলে চলুন জেনে নেয়া যাক কোন কোন প্রাণী দায়ী মানুষের মৃত্যুর জন্য।
বিবিসি সাইন্স ফোকাসের তথ্য বলছে বিশ্বজুড়ে মানুষের প্রাণনাশের জন্য দায়ী প্রাণীদের তালিকায় দশম অবস্থানে রয়েছে বনের রাজা হিসেবে পরিচিত সিংহের নাম। সিংহের আক্রমণে বছরে গড়ে প্রায় ২০০ জনের মত মানুষ মারা যান যাদের বেশির ভাগই আফ্রিকা মহাদেশের।
প্রাণঘাতী প্রাণীর তালিকায় নবম স্থানে রয়েছে নিরীহ ও শান্ত স্বভাবের জন্য পরিচিত জলহস্তির নাম। এদের আক্রমণে আফ্রিকায় প্রতিবছর গড়ে প্রায় ৫০০ জন মানুষ অকালে প্রাণ হারান।
অষ্টম অবস্থানে রয়েছে স্থলভাগের সবচেয়ে বড় এবং ওজনদার স্তন্যপায়ী প্রাণী হাতি। এদের আক্রমণে বছরে গড়ে প্রায় ৬০০ জন মানুষ নিহত হয়।
তালিকার সপ্তম স্থানে রয়েছে জলভাগের অন্যতম হিংস্র মাংসাশী প্রাণী কুমির।
এদের আক্রমণে বছরে প্রায় ১ হাজার মানুষ মারা যায় বলে জানিয়েছেন গবেষকরা।
ষষ্ঠ স্থানে রয়েছে বৃশ্চিক। এই বিষাক্ত প্রাণীটির কারণে সারাবিশ্বে প্রতিবছর
গড়ে ৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারান। ক্ষুদ্রাকার এই প্রাণীটির দৈহিক গঠন এবং হাটা-চলায়
কাঁকড়ার সঙ্গে কিছুটা মিল রয়েছে বলে বাংলাদেশে এরা কাঁকড়া বিছা নামেও বেশ পরিচিত।
প্রাণঘাতী প্রাণীর তালিকায় পঞ্চম স্থানে রয়েছে অ্যাসেসিন বাগ। এটি এক
ধরণের পতঙ্গ যেটি মধ্য ও দক্ষিণ আমেরিকায় বেশি দেখা যায়। আকারে ছোট হলেও রক্তচোষা এই
প্রাণীটি চাগাষ রোগের জীবাণু ছড়ায় যাতে আক্রান্ত হয়ে প্রতি বছর ১০ হাজারেরও বেশি মানুষ
মারা যান। অ্যাসেসিন বাগ সাধারণত ঘুমন্ত মানুষকে কামড়ায়।
তালিকার চতুর্থ স্থানে রয়েছে মানুষের বিশ্বস্ত সঙ্গী হিসেবে পরিচিত কুকুরের নাম। প্রতিবছর সারা বিশ্বে গড়ে ৫৯ হাজারের মত মানুষ মৃত্যুবরণ করেন কুকুরের কামড়ে।
বিশ্বজুড়ে মানুষের প্রাণনাশের জন্য দায়ী প্রাণীদের তালিকায় তৃতীয় অবস্থানে
রয়েছে সাপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রতিবছর প্রায় ৮১ হাজার থেকে ১ লাখ ৩৮
হাজার মানুষ মৃত্যুবরণ করেন সাপের কামড়ে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রাণীর নাম শুনলে হয়তো আপনি চমকে উঠবেন।
বিবিসি সাইন্স ফোকাস ম্যাগাজিন বলছে পৃথিবীতে মানুষ নিজেই নিজের জন্য বিপদজনক একটি
প্রাণী। কেননা মানুষের হাতেই প্রতিবছর তার নিজ প্রজাতির প্রায় ৪ লাখ সদস্য খুন হয়।
তালিকার প্রথম স্থানে রয়েছে মশা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে ক্ষুদ্র এই প্রাণীটির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সারা বিশ্বে প্রতিবছর ৭ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ অকালে প্রাণ হারাচ্ছেন।
***** সমাপ্ত *****