সারমর্ম: বাড়ির পোষা কুকুরটি তার বন্ধু রাস্তার কুকুরকে খাওয়ার দাওয়াত দিয়েছিল এরপর যা হল। মোট-১ পৃষ্ঠা
একদিন এক গৃহস্থ তার বন্ধুকে দুপুরে খাওয়ার নিমন্ত্রণ
জানিয়েছিল। তাই রান্নাঘরে ভাল ভাল খাবার তৈরি হতে লাগল।
রান্নার আয়োজন দেখে সেই বাড়ির পোষা কুকুরটি খুবই খুশি
হয়েছিল। সেও তার বন্ধু রাস্তার কুকুরকে দুপুরে তার সঙ্গে খাওয়ার জন্য ডেকে নিয়ে এল।
রান্নাঘরের বাইরে দুজনে বসেছে। সুস্বাদু লোভনীয় খাবারের
গন্ধে জিভে পানি এসে গিয়েছে। আনন্দে পথের কুকুর ভাবল, বন্ধু তো দেখছি আমার জন্য খুবই
ভালই আয়োজন করেছে। মনে হচ্ছে, আগামীকালও সারাদিন কিছু আর খাওয়ার দরকার হবে না।
পথের কুকুর আহ্লাদে বন্ধুকে বারবার ধন্যবাদ জানিয়ে
লেজ নাড়াতে লাগল।
এমন সময় দোরগোড়ায় কুকুরের আনাগোনা চোখে পড়ল সতর্ক
রাঁধুনীর। সে দৌড়ে বেরিয়ে এসে খপ করে পথের কুকুরের একটা ঠ্যাং ধরে দূরে ছুড়ে ফেলে দিল।
নীতিকথা: না জেনে না বুঝে অতিথি হলে বোকা বনে ঠকতে হয়।
***** সমাপ্ত *****