বিধবার মুরগি || ঈশপের গল্প ১২

 

সারমর্ম: এক বিধবা তার মুরগি থেকে বেশি ডিম পাবার আশায় যে পদ্ধতি অবলম্বন করেছিল। মোট-১ পৃষ্ঠা


এক গ্রামে বাস করত এক গরিব বিধবা। সে কয়েকটা মুরগি পুষত। মুরগির ডিম বিক্রি করে সে নিজের খরচ চালাত।

একটা লাল মুরগিকে বিধবাটি খুব ভালবাসত। সেটা প্রতিদিনই একটা করে ডিম দিত। বিধবা তাই তাকে যত্ন করে একটু বেশি পরিমাণেই খাবার দিত। এভাবেই দিন চলছিল। কিন্তু কী হল, একদিন বিধবার মনে পড়ল, লাল মুরগিটাকে যদি আরও বেশি করে খাবার দেয়া যায় তাহলে নিশ্চয়ই সে দিনে দুটো করে ডিম দেবে। তাহলে তারও দুটো পয়সা লাভ-বেশি হবে।

এ ভেবে পরদিন থেকেই সে লাল ‍মুরগিকে বেশি বেশি খাবার দিতে লাগল।

পরপর কয়েকদিন লাল মুরগি আগের মতই প্রতিদিন একটা করে ডিম দিল।

কিন্তু তারপর থেকেই সে যেমন মোটাসোটা হতে লাগল, তেমনি ডিমের সংখ্যাও কমে আসতে লাগল।

সপ্তাহে দু-চার দিন করে ফাঁক যেতে লাগল। এরপর সপ্তাহে একটি করে ডিম দিতে লাগল।

আরও কিছুদিন যেতে , সে বেশি খাবার খেয়ে খেয়ে এমনই মোটাসোটা হয়ে উঠল যে ডিম দেয়া একেবারেই বন্ধ হয়ে গেল।

এ অবস্থায় বিধবার তো পড়ল কপালে হাত। তার রোজগার অনেক কমে গেল। মনের দুঃখে সে হায় হায় করতে লাগল।

    

নীতিকথা: যার যেটুকু প্রয়োজন তার বেশি দিলে ফল বিপরীত হতে পারে।  অথবা, অতি লোভের ফল খারাপ হয়।


***** সমাপ্ত *****

Post a Comment (0)
Previous Post Next Post