শেয়ালের লেজে আগুন || ঈশপের গল্প ৭


সারমর্ম: এক শেয়ালের লেজ আগুন ধরিয়ে দেয়ার পর শেয়াল যে কান্ডটা করে বসল। মোট-১ পৃষ্ঠা


কাঁকড়া শেয়ালের খুব প্রিয় খাবার। কাঁকড়া খুঁজতে ঢুকে প্রতি রাতেই এক শেয়াল এক চাষীর ক্ষেতের ফসল তছনছ করত। চাষী শেয়ালটাকে তাড়াবার অনেক চেষ্টা করল। ড্রাম বা টিন পিটিয়ে ভয়ও দেখাল। কিন্তু শেয়ালের ক্ষেতে ঢোকা কিছুতেই বন্ধ করতে পারল না।

অবশেষে একদিন সে ফাঁদ পাতল শেয়ালকে ধরার জন্য। আর সেই রাতেই ধরা পড়ল দুষ্ট শেয়াল। বাছাধনকে এতদিনে বাগে পেয়েছি, এই বলে চাষী শেয়ালকে টেনে এনে বাঁধল গাছের গুঁড়ির সঙ্গে। তারপর ন্যাকড়ার ফালি তার লেজে জড়িয়ে বেঁধে দিল আগুন ধরিয়ে। বলল, এবারে বোঝ বাছাধন। আমার অনেক পাকা ধান তুমি নষ্ট করেছ।

তেলে ভেজানো ন্যাকড়ায় আগুন পড়তেই তো দাউ দাউ করে জ্বলে উঠল শেয়ালের লেজ। সেই আগুনে বাঁধন গেল পুড়ে। ছাড়া পেয়েই গোটা ক্ষেত জুড়ে ছুটোছুটি শুরু করল শেয়াল।

পাকা ধানের ক্ষেত। শুকনো ধানগাছে শেয়ালের লেজের আগুন লেগে জ্বলে উঠল দাউ দাউ করে। আর চোখের ফলকে গোটা ক্ষেতের পাকা ফসল পুড়ে ছাই হয়ে গেল। চোখের সামনে এ সর্বনাশ দেখে চাষী তখন কপাল চাপড়ে হায় হায় করতে লাগল।


নীতিকথা: ক্রোধের বশে অন্যকে শাস্তি দিতে গিয়ে অবিবেচক মানুষ প্রকারান্তরে নিজেরই ক্ষতি করে বসে।

          

***** সমাপ্ত *****

Post a Comment (0)
Previous Post Next Post