সারমর্ম: ভেড়াদের কাছ থেকেই শুনুন যে তাদের লোম ঠিক কিভাবে ছাঁটানো উচিৎ। মোট-১ পৃষ্ঠা
একদিন এক মেষপালক তার ভোড়ার লোম ছাঁটতে বসেছিল। কিভাবে
ভেড়ার লোম ছাঁটতে হয় তা তার ভাল জানা ছিল না। তাই একেবারে ভেড়ার চামড়া ঘেঁষে কাঁচি
চালাচ্ছিল।
এভাবে পশম কাটার ফলে ভেড়ার খুবই কষ্ট হচ্ছিল। ধারাল
কাঁচিতে চামড়া কেটে তার শরীর থেকে রক্ত ঝরছিল।
যন্ত্রণা সহ্য করতে না পেরে ভেড়া মেষপালককে বলল, প্রভু,
আমার পশমগুলোই যদি তোমার দরকার হয় তাহলে এমনভাবে ছালচামড়াসহ পশম কেটো না। আর যদি মাংসের
প্রয়োজন হয় তবে তুমি আমাকে একেবারেই হত্যা কর। এভাবে তিল তিল করে আমাকে কষ্ট দিও না।
আমি আর সহ্য করতে পারছি না।
নীতিকথা: তিল তিল যন্ত্রণা পাওয়ার চাইতে একবারে মৃত্যুই শ্রেয়।
***** সমাপ্ত *****