বাদুড় ও খাঁচার পাখি || ঈশপের গল্প ৯

 

সারমর্ম: খাঁচায় বন্দি পাখি যে কারনে দিনের বদলে রাতের বেলা গান গায়। মোট-১ পৃষ্ঠা


এক বাড়িতে ছিল একটা পোষা ছোট সুন্দর পাখি। সুন্দর পাখিটা দিনভর খাঁচার ভেতরে লাফঝাঁপ করত। কিন্তু কখনও শব্দ করত না। অনেক রাতে যখন চারদিক নিঝুম হয়ে যেত তখন তার গান শোনা যেত।

এক বাদুড় থাকত সেই বাড়ির এক গাছে। খাবারের খোঁজে যাবার সময় সে প্রতি রাতেই ছোট পাখির গান শুনতে পায়। দিনের বেলা সে যখন গাছে মাথা ঝুলিয়ে থাকে তখন একদিনও পোষা পাখির গলা শুনেত পায় না।

এতে বাদুড়ের একদিন খুব কৌতূহল হল। সে রাতে পোষা পাখির কাছে এসে জিজ্ঞেস করল, ভাই ছোট পাখি, তোমাকে রোজ রাতের বেলা গান করতে শুনি। কিন্তু দিনের বেলা কোন শব্দ কর না কেন? কারণটা কী বলবে?

খাঁচার ভেতর থেকে ছোট পাখি বলল, ভাই, সে দুঃখের কথা আর কী বলব তোমাকে! আগে দিনের বেলাতেই গান করতাম। আর তার জন্যই আজ আমাকে খাঁচায় বন্দি জীবন কাটাতে হচ্ছে। যেদিন থেকে খাঁচায় বন্দি হয়েছি, সেদিন থেকে সাবধান হয়েছি, দিনের বেলা আর গান করি না।

বাদুড় দুঃখের সঙ্গে বলল, ভাই, এখন আর সাবধান হয়ে কী লাভ? ধরা পড়ার আগেই তোমার সতর্ক হওয়া উচিত ছিল।


নীতিকথা: কোন কাজ করার আগেই তার ভালমন্দ ফলাফল নিয়ে চিন্তা করে সাবধান হওয়া উচিত।

          

***** সমাপ্ত *****

Post a Comment (0)
Previous Post Next Post