বালক ও বোলতা || ঈশপের গল্প ১৯

 

সারমর্ম: বোলতার কামড় না খেতে চাইলে সেটিকে যেভাবে ধরতে হবে। মোট-১ পৃষ্ঠা


একদিন একটি ছেলে মাঠে খেলা করছিল। এমন সময় একটা বোলতা দেখতে পেয়ে সেটা ধরতে গেল। সঙ্গে সঙ্গে পটাং করে বোলতা হাতে দিল হুল ফুটিয়ে।

হুলের যন্ত্রণায় অস্থির হয়ে ছেলেটি দৌড়ে বাড়িতে চলে এল। সে মাকে নালিশ জানিয়ে বলল, দেখো মা, আমি কেবল একটু ছুঁয়ে দেখতে গেছি, আর পাজি বোলতাটা কিরকম হুল ফুটিয়ে দিল।

তখন মা বলল, বোলতার হুল রয়েছে তো তুমি জান, মুঠি চেপে যদি ধরতে বাছা, তাহলে আর হুল ফোটাতে পারত না। ওদের আলতো করে ধরতে নেই, তাহলেই হুল খেতে হয়।

 

নীতিকথা: যে কোন কাজই বেশদৃঢ়তার সঙ্গে করতে হয়।


***** সমাপ্ত *****

Post a Comment (0)
Previous Post Next Post