সারমর্ম: কুকুরের কামড়ে আহত পথচারীকে যে হাস্যকর ঔষুধের সন্ধান দেয়া হয়েছিল। মোট-১ পৃষ্ঠা
একবার এক কুকুর এক পথচারীকে কামড়ে দিয়েছিল। সে বেচারা
তাতে খুবই ভয় পেয়ে গেল। পথের লোককে ধরে ধরে সে জিজ্ঞেস করতে লাগল, হ্যাঁ ভাই, কুকুরের
কামড়ের ওষুধ সম্বন্ধে কিছু জান?
পথিকের কথা শুনে একজন বলল, তোমাকে একটা ভাল ওষুধের
কথা বলছি শোন। কুকুরের কামড়ের ক্ষতের রক্তে এক টুকরো রুটি ভিজিয়ে নাও, তারপর যে কুকুর
কামড়েছে রুটিটা তাকে খেতে দাও। তাহলেই তোমার ক্ষত সেরে যাবে।
একথা শুনে পথিক বলল, ভাই, তুমি খুব ভাল ওষুধই বাতলেছ।
তোমার পরামর্শ মত কাজ করলে শহরের সব কুকুর রুটির লোভে-আমাকে কামড়াতে আরম্ভ করবে।
নীতিকথা: ছোট সমস্যা সমাধান করতে গিয়ে বড় ধরনের বিপদ ডেকে আনা উচিত নয়।
***** সমাপ্ত *****