পিঁপড়ে কেন চুরি করে || ঈশপের গল্প ১১

 

সারমর্ম: পিঁপড়েরা যে কারণে অন্যের খাবার চুরি করে। মোট-১ পৃষ্ঠা


প্রাচীনকালে পৃথিবীতে কোনও পিঁপড়ে ছিল না। আমরা এখন যেসব পিঁপড়ে দেখি তাদের আদি পুরুষ ছিল এক মানুষ। সে ছিল একজন কৃষক। রাতদিন পরিশ্রম করে সে ক্ষেতে ফসল ফলাত।

এ কৃষক কিন্তু ছিল বড় লোভী। নিজের ক্ষেত থেকে যে ফসল পেত তাতে সন্তুষ্ট হত না। সে চাইত আরও ফসল। তাই সুযোগ পেলেই, সে প্রতিবেশীদের ক্ষেত থেকে ফসল চুরি করে নিয়ে যেত। প্রতিবেশীর অভিশাপ ও লোভের কারণে সৃষ্টিকর্তা রেগে গিয়ে কৃষককে একদিন এক পতঙ্গ বানিয়ে দিল। পরে এই পতঙ্গের নাম হল পিপীলিকা।

লোভী কৃষক মানুষ থেকে পিঁপড়ে হল বটে, কিন্তু চুরির স্বভাব পাল্টাতে পারল না। তাই আজ অবধি পিঁপড়েরা একইভাবে অন্যের সংগ্রহ করা শস্যদানা চুরি করে নিজের খাবারের ব্যবস্থা করে।

 

নীতিকথা: আকার-আকৃতি পাল্টালেও স্বভাব পাল্টায় না।


***** সমাপ্ত *****

Post a Comment (0)
Previous Post Next Post