নেকড়ে ও ভেড়া || ঈশপের গল্প ২

 

সারমর্ম: নেকড়ে ভেড়াকে বোকা বানানোর জন্য চেষ্টা করল এবং শেষে যা হল। মোট- ১ পৃষ্ঠা


রাতের অন্ধকারে এক নেকড়ে ঢুকেছিল লোকালয়ে। লোকালয়ের কুকুরেরা একত্রিত হয়ে নেকড়েকে তাড়া করে। সেখানে কুকুরেরা তাকে ঘিরে ধরে এমন কামড়েছিল যে প্রাণ বের হবার দশা হয়েছিল তার। কোনও রকমে প্রাণটা নিয়ে পালিয়ে আসতে পেরেছিল নেকড়ে।

কিন্তু কিছুদিনের মধ্যেই তার শরীরে কুকুরের কামড়ের ঘা বিষিয়ে উঠল।

নেকড়ের হাটাচলার উপায় রইল না। যন্ত্রণায় কাতর হয়ে এক গাছতলায় গোঁজ হয়ে পড়ে রইল।

বিষিয়ে ওঠা ক্ষতের যন্ত্রণার ওপরে ছিল পেটের টান। বেচারা খিদেয় খুবই কাতর হয়ে পড়েছিল।

এমনি সময়ে সে দেখতে পেল, খানিক দূর দিয়ে একটা ভেড়া যাচ্ছে। ছুটে গিয়ে শিকার ধরার উপায় নেই। তাই সে কাতর গলায় ভেড়াকে ডেকে বলল, ও ভাই, শুনছ, একবারটি এদিকে এস।

ডাক শুনে ভেড়াটা দাঁড়িয়ে পড়ল। কিন্তু কাছে এগিয়ে না এসে বলল, কী বলতে চাও বল- আমি এখান থেকে শুনতে পাচ্ছি।

নেকড়ে বলল, ভাই আমি ৩ দিন থেকে কিছু খাইনি, ক্ষুধা-পিপাসায় বড্ড কাতর হয়ে পড়েছি। তুমি যদি দয়া করে সামনের ঝরণা থেকে একটু পানি এনে দাও, তবে প্রাণটা আমার বাঁচে। খাবারের ব্যবস্থা আমার কাছেই রয়েছে।

শুনে ভেড়াটা বলল, ভাই, তোমার পিপাসার পানি দিতে গিয়ে প্রাণটা খোয়াবার ইচ্ছে আমার নেই। তুমি যে আমার ঘাড় ভেঙ্গেই তোমার খাবারের ব্যবস্থা করতে চাইছ, তা আমি বুঝতে পারছি। এই বলে ভেড়া দৌড়ে সেখান থেকে চলে গেল।

নীতিকথা: ধূর্তের ছলের অভাব হয় না, তাই মিষ্টি কথায় ভিজতে নেই।

 

***** সমাপ্ত *****

Post a Comment (0)
Previous Post Next Post